ঝিনাইদহে বাম মোর্চার রোডমার্চ ঢুকতে দেয়নি পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি: সুন্দরবন রক্ষার দাবিতে বাম মোর্চার রোডমার্চ ঝিনাইদহে প্রবেশ করতে দেয়নি পুলিশ। ফলে গতকাল শনিবার বেলা ৩টার সময় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বাম মোর্চার সমাবেশ পণ্ড হয়ে যায়।

জানা গেছে, মাগুরা থেকে ঝিনাইদহ শহরে প্রবেশ পথে পুলিশ বাধা দেয় বাম মোর্চার রোডমার্চ। এরপর ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পুলিশি পাহারায় বাইপাস দিয়ে রোডমার্চের বহর ঝিনাইদহ সীমান্ত পার করে যশোরে দিয়ে আসে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ঝিনাইদহ শহরে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ প্রবেশ করতে দেয়া হয়নি। এর আগে সুন্দরবন রক্ষার দাবিতে গতকাল শনিবার সকালে মাগুরা থেকে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ শুরু হলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বাম মোর্চার নেতা সাইফুল হকসহ অন্তত ১০ জন আহত হন।

উল্লেখ্য, বাগেরহাটের রামপাল উপজেলার সুন্দরবন সংলগ্ন স্থানে কয়লাভিত্তিক ভারত-বাংলাদেশ যৌথ বিদ্যুত প্রকল্পের উদ্যোগ নিয়েছে সরকার। এটি স্থাপিত হলে সুন্দরবন ধংসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমনকি  জাতিসংঘও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।