ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 

 

ঝিনাইদহ অফিস জানিয়েছে, মিছিল ও সমাবেশের মধ্য ঝিনাইদহে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে একটি মিছিল বের করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের শ শ নেতাকর্মী অংশ নেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলোর সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জসিম উদ্দীন, মাজেদুল ইসলাম সুমন, আবদুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দেশে স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে। সমাবেশে আধুনিক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্যে শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মীরা। বক্তারা আরও বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর শেখ হাসিনা গত ৩৩ বছর ধরে বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে তা তৃতীয় বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে।