ঝিনাইদহে আওয়ামী লীগের জনসভা থেকে শিবির নেতা আটক

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আওয়ামী লীগের জনসভা চলাকালীন শহরের আরাপপুর থেকে সাদ্দাম হোসেন নামে এক শিবির নেতাকে গ্রেফতার করে র‌্যাব। সে জনসভায় যাওয়ার চেষ্টা করছিলো। তার চলাফেরা সন্দেহজনক ছিলো বলে র‌্যাব জানায়।

ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, জেলা আওয়ামী লীগের জনসভা চলাকালে র‌্যাবের বিশেষ টিম শহরে টহলরত অবস্থায় শিবির নেতা সাদ্দাম হোসেনকে আরাপপুর থেকে গ্রেফতার করে। সে জনসভাস্থলে ঢোকার চেষ্টা করছিলো। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন শিবিরের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন কমিটির সভাপতি বলে তিনি জানান। তবে কী উদ্দেশে সে জনসভায় যাওয়ার চেষ্টা করছিলো তা এখনো জানা যায়নি বলে র‌্যাব জানায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *