ঝিনাইদহে অস্ত্রসহ দু অস্ত্রব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দু অস্ত্রব্যবসায়ীকে আটক করেছেন ঝিনাইদহ র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগজিনসহ ৪ রাউন্ড গুলি। আটককৃতরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের আনসার আলীর ছেলে এরশাদ আলী (৩৫) ও একই উপজেলার উদয়পুর গ্রামের হুমায়ন কবির রিপন (৩৬)। গতকাল মঙ্গলবার দুপুরে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল হলিধানী বাজারে অভিযান চালায়। সে সময় বাজারের জনৈক মাজেদ আলীর জুতোর কারখানা থেকে অস্ত্র বেচা-কেনার সময় ১টি নাইন এমএম পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ দু অস্ত্রব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাব হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ও গোলাবারুদ কেনা-বেচা করে আসছিলো বলে র‌্যাব জানায়। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।