ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে জাকির হোসেন (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত দিয়ে প্রবেশের সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক জাকির মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে।

বিজিবি-৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান দুপুরে বাংলাদেশি যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৮টার দিকে গরুব্যবসায়ী জাকির হোসেন চাপাতলা সীমান্তের ৬১ নম্বর পিলারের নিকট দিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্ত এলাকা থেকে বিএসএফ’র নোনগঞ্জ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিজিবির পক্ষ থেকে আটক জাকিরকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য দুপুর ১টার দিকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। তবে এখনও বিএসএফ’র পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *