ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে সাইদুর রহমান নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সে গতকাল রোববার ভোরে ভারতে গরু আনতে যায়। সেসময় সীমান্তের জিরো লাইন থেকে দু কিলোমিটার ভারতে অভ্যান্তরে হাঁসপাতালপাড়া নামক স্থান থেকে বিএসএফ’র বিশেষ টহলদল তাকে ধরে নিয়ে যায়। সাইদুর রহমান মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে।

বিজিবি-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ১০/১৫ জন বাংলাদেশি কুসুমপুর সীমান্তের ৬১ নং পিলারের পাশ দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের দু কিলোমিটার ভেতর থেকে বিএসএফ’র বিশেষ টহলদল তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর তাকে ফেরত চেয়ে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফ ক্যাম্পে একটি চিঠি দেয়া হয়। কিন্তু বিএসএফ সদস্যরা তাকে ফেরত না দিয়ে ভারতের হাঁসখালী থানায় সোপর্দ করেছে বলে বিজিবিকে জানিয়ে দিয়েছে বলে তিনি জানান।