ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিবির নেতা নিহত

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাফেজ মশিয়ার রহমান (১৮) নামের এক শিবির নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে কালীগঞ্জ-যশোর সড়কের চিড়ার মিল নামক স্থানে একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে মহাসড়কের ওপর পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহত হাফেজ মশিয়ার রহমান কাঁঠালিয়া সুন্দরপুর গ্রামের বিরাজ আলীর একমাত্র ছেলে। তিনি কালীগঞ্জ শোয়াইবনগর ফাজিল মাদরাসার আলিম প্রথমবর্ষের ছাত্র। তিনি দলীয় কাজ শেষে বাইসাইকেলযোগে মেসে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন বলে জানা গেছে।

কালীগঞ্জ থানা শিবির সভাপতি রাসেল হোসেন জানান, হাফেজ মশিয়ার রহমান সংগঠনের সাথী ছিলেন এবং থানা সেক্রেটারিয়েট সদস্য ও ইউনিয়ন সভাপতি ছিলেন। প্রায় ৫ মাস জেলে থাকার পর সদ্য মুক্তি পেয়েছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বিকেলে শহরের চিড়ার মিল নামক স্থানে একটি মোটরসাইকেল বাইকেল আরোহী হাফেজ মশিয়ার রহমান নামের এক মাদরাসা ছাত্রকে সজোরে আঘাত দিলে তিনি রাস্তার ওপর পড়ে যান। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।