জেলার সকল সমস্যা পর্যায়ক্রমে সম্মিলিতভাবে সমাধানে সর্বাত্মক চেষ্টা থাকবে

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ গতকালও ব্যস্ত সময় পার করেছেন। সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি তিনি জেলার উপজেলাগুলোর প্রশাসনিক কর্মকর্তাদের সাথেও মতবিনিময়ের মাধ্যমে মানসপটে যেন এঁকে নিয়েছেন সমগ্র চুয়াডাঙ্গার সর্বক্ষেত্রের ছবি। সমস্যার ফিরিস্তি শুনে তিনি যেমন বলেছেন, গুরুত্ব বুঝে ধাপে ধাপে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে, তেমনই তিনি সাংবাদিকসহ সর্বস্তরের সুধী সচেতন মহলের সর্বাত্মক সহযোগিতাও চেয়েছেন। বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় সব কিছ্ইু সম্ভব।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শনিবার সকালে তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে তিনি জেলা সম্পর্কে মোটামুটি ধারণা নেন। বেলা ১২টায় মিলিত হন চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময়কালে সাংবাদিকদের তরফে জেলার নানা সমস্যার চিত্র তুলে ধরা হয়। আলোচনায় উঠে আসে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলেও পথে প্রান্তরে অসংখ্যক ভিক্ষুকের বিচরণ প্রসঙ্গসহ মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলার হালচিত্র। নবাগত জেলা প্রশাসক বিচক্ষণতার সাথে বলেন, সবে এলাম। সবই শুনবো, বুঝবো। সর্বক্ষেত্রেই স্বচ্ছতার সাথে সকলকে সাথে নিয়ে কাজ করার স্বপ্ন নিয়েই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার নিয়েছি। ন্যায়প্রতিষ্ঠায় আন্তরিকতায় কোনো রকমের ঘাটতি থাকবে না।
পরিচিতি চা-চক্রে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার ম-ল, সহকারী কমিশিনার পপি খাতুন, ¯িœগ্ধা দাস, সিব্বির আহমেদ, চৌধুরী মোস্তাফিজুর রহমান, সুচিত্র রঞ্জন দাস প্রমুখ। মতবিনিমিয় সভায় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রসক্লাবের সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক ফাইজার চোধুরী, সাংবাদিক তছিরুল আলম মালিক ডিউক, সেখ সেলিম, মরিয়ম শেলী, আরিফুল ইসলাম ডালিম, আতিয়ার রহমান, জামান আখতার জেলার, আহাদ আলী মোল্লা, খাইরুজ্জামান সেতু, ইসলাম রকিব, আলম আশরাফ প্রমুখ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। এর আগে নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।