জেএসসি পরীক্ষা : অনুত্তীর্ণ ১০৪ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে অনুত্তীর্ণ ১০৪ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ অর্জন করেছে ২৫ জন। এছাড়া পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ১২৭ শিক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবপ্রন্দ্র রুদ্র শনিবার এ তথ্য জানিয়েছেন। শিক্ষা বোর্ড সূত্র জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৫ সালের জেএসসির ফলাফল প্রকাশের পরদিন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করে শিক্ষাবোর্ড। এতে যশোর বোর্ডে ৯ হাজার ৭৪০ পরীক্ষার্থী পুনঃনীরিক্ষণের আবেদন করে। এরমধ্যে ২৪৫ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। অপর ১৪১ কৃতকার্য শিক্ষার্থীর ফলাফল পুনঃনিরক্ষীণে পরিবর্তন হয়ে আরও উন্নতি হয়েছে।