জীবননগর হাসাপাতাল : অসময়ে এমআরদের ভিড়ে চিকিৎসাসেবা ব্যাহত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভিজিটের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকলেও চিহ্নিত কিছু এমআরদের সার্বক্ষণিক জরুরি বিভাগে অবস্থানের ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সুষ্ঠু চিকিৎসাসেবা অব্যাহত রাখার স্বার্থে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভিজিট শেষ করার দাবি উঠেছে।

হাসপাতালসূত্রে জানা যায়, প্রতিদিন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ভিজিটের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা রয়েছে। সকাল ৯টার পূর্বে ১ ঘণ্টা, দুপুর ২টার পর ১ঘণ্টা ও রাত ৮টার পর ১ঘণ্টা ভিজিট আওয়ার থাকলেও চিহ্নিত কিছু এমআর এ নিয়ম মানছে না বলে অভিযোগ। চিহ্নিত এসব মেডিকেল রিপ্রেজেন্টটিভ সারাক্ষণ জরুরি বিভাগের চিকিৎসক কক্ষে অবস্থান করাতে একদিকে যেমন চিকিৎসকদের ব্যবস্থাপত্র লেখা কষ্টসাধ্য হয়ে পড়ছে অন্যদিকে রোগীদের মারাত্মক অসুবিধা হচ্ছে। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়েছে।