জীবননগর হাসাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সমাবেশ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় হাসাদাহ ইউনিয়ন বিএনপির বিক্ষুব্ধ প্রায় ২শ নেতাকর্মী দলের জেরা কমিটির ১নং যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর আন্দুলবাড়িয়াস্থ বাড়িরে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির এ নেতা বাড়ি না থাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পরে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন খান খোকনের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে বিএনপি নেতা বাবু খান হাসাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে মোবাইলফোনে জানালে বিক্ষুব্ধ হাসাদাহ বিএনপির নেতাকর্মীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ফিরে আসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ জুন হাসাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটিতে কামাল উদ্দীন সিদ্দিকীকে আহ্বায়ক, শরীফউদ্দীনকে ১নং যুগ্মআহ্বায়ক ও আব্দর রশীদকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির যথাযথভাবে করা হয়নি এ মর্মে অভিযোগ এনে এ কমিটি বাতিল করে প্রকৃত বিএনপির নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করার জন্য জেলা কমিটি বরাবর অভিযোগ করেন। হাসাদাহ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রশিদ, আবু হাসান, সাইফুল ইসলাম টফিসহ বিএনপির দু শতাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী সর্বশেষ রোববার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর আন্দুলবাড়িয়াস্থ বাসভবনের সামনে এসে উপস্থিত হন। খবর পেয়ে মোবাইলফোনে বাবু খান অবিলম্বে এ কমিটি পরিবর্তন করে নতুন আর একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষণা দিলে বিক্ষুব্ধ হাসাদাহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ফিরে যান।