জীবননগর সুবলপুর থেকে দুই ভুয়া চিকিৎসককে পুলিশে সোপর্দ

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে ভারতের ভুয়া ডিগ্রিধারী দুই চিকিৎসককে ধরে গ্রামবাসী পুলিশে সোপর্দ করেছে। গতকাল শুক্রবার উপজেলার সুবলপুর গ্রামে এক প্যারালাইজড রোগীকে চিকিৎসা দিতে এলে সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ভুয়া দুই চিকিৎসক শফিকুল ইসলাম (৩৮) ও আজাদুল ইসলাম আজাদকে (৪০) আটক করে থানায় নেয়। আটক দুই ভুয়া চিকিৎসকের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলা শহরের মাংটাপাড়ায়।

এলাকাবাসী জানায়, সুবলপুর গ্রামের নূর আলীর ছেলে খাজা আহম্মেদ পক্ষাঘাতগ্রস্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী। নাটোরের শিংড়া উপজেলার শহরের মৃত তফেজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও আব্দুল হামিদের ছেলে আজাদুল ইসলাম আজাদ নিজেদেরকে ভারত থেকে ডিগ্রি নেয়া বিশেষ্ণজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে খাজা আহাম্মদের অসুখ গ্যারান্টি সহকারে সারিয়ে তোলার প্রতিশ্রতি দেয়। এর বিনিময়ে তারা ৬ হাজার টাকা দাবি করেন। তাদের কথাবার্তা ও চালচলনে সন্দেহ হলে এলাকাবাসী থানায় খবর পাঠায়। পুলিশ এসে শফিকুল ও আজাদকে ভারতীয় ওষুধ ও সার্টিফিকেটসহ আটক করে। আটককৃত দুজন তাদের ভারতীয় সার্টিফিকেট নকল জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে, আটককৃত দুজন বেদে সম্প্রদায়ের।