জীবননগর সুবলপুরে ভিজিএফ’রচাল বিতরণ নিয়ে টানা-হেঁচড়া

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার ১নং ওয়ার্ড সুবলপুরে ঈদের বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ নিয়ে কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের গুঁটি কয়েক নেতার মধ্যে টানা-হেঁচড়া শুরু হয়েছে। কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের নেতার মধ্যে টানা-হেঁচড়ার কারণে এ ওয়ার্ডে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেইসাথে ঈদের চাল না পেয়ে এ ওয়ার্ডের দুস্থদের ঈদের আনন্দ মাটি হতে চলেছে।

অভিযোগে জানা যায়, জীবননগর পৌরসভায় ঈদের ভিজিএফ চাল বিতরণ নিয়ে পৌরসভার ভিজিএফ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ওয়ার্ডের ২০৯ জন দুস্থের মধ্যে কে কতোটি কার্ড বিতরণ করবে তা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক পৌর মেয়র ৩৫টি, মহিলা কাউন্সিলর ২৫ট, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ ৭৫টি ও ক্ষমতাসীন দল ৭৪টি কার্ডের তালিকা প্রস্তুত করবে। সে অনুযায়ী তালিকা প্রস্তুত ও জমা দেয়া হলেও ক্ষমতাসীন দলের এক নেতা সংশ্লিষ্ট কাউন্সিলর আপেল মাহমুদের তালিকা অনুযায়ী ভিজিএফ’র চাল দিতে আপত্তি জানিয়েছেন। জীবননগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ অভিযোগ করে বলেছেন তার তালিকা অনুযায়ী দুস্থদের চাল দিতে ওই নেতা আপত্তি করে পুরো চাল তার তালিকা অনুযায়ী দিতে হতে বরে দাবি করেছেন। এর ফলে পৌরসভার অন্যান্য ওয়ার্ডের দুস্থরা চাল তুলতে পারলেও এ ওয়ার্ডের দুস্থরা এখনও পর্যন্ত ঈদের বিশেষ ভিজিএফ’র চাল তুলতে পারেনি।