জীবননগর সন্তোষপুর ও সেনেরহুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান :জেল-জরিমানা

 

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনের দায়ে ৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার সেনেরহুদা মাদরাসার কাছ থেকে গাঁজাসেবন করা অবস্থায় উথলী গ্রামের জাহাঙ্গীর আলম (২৪), মেহের আলী (২৪), ডালিম হোসেন (২৪), নাজমুল হক (২৪), সেনেরহুদা গ্রামের মুক্ত (২৩) ও একতারপুর গ্রামের সোহেলকে (১৮) আটক করেন। পরে গাঁজা সেবনের দায়ে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে এ যাত্রা হতে সকলে ছাড়া পায়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির অপরাধে সন্তোষপুর লাভলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও খলিল হোটেলকে ১ হাজার টাকা করে জরিমানা, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগির মাংস বিক্রি করার অপরাধে জীবননগর মুরগি বাজারের অরবিন্দু সাহাকে ১ হাজার টাকা এবং মহাসড়কে যানজোট সৃষ্টি করে মালামাল ওঠা-নামা করার অপরাধে মিনাজপুর গ্রামের পাউয়ার ট্রিলারচালক স্বপনকে ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সেনেরহুদা গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করায় সেনেরহুদা গ্রামের আলমগীর হোসেনের বালি, ড্রেজার মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি আটক করেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত বালি ও মালামাল উথলী ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

এলাকাবাসী ভ্রাম্যমাণ আদালত ও পুলিশকে জানায়, সেনেরহুদা গ্রামের এনামুল হকের পুকুর লিজ নিয়ে ওই আলমগীর অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে এ বালি উত্তোলন করে তা বিক্রি করে আসছিলো। সহকারী কমিশনার (ভূমি), পুলিশের এসআই রবিউল ইসলাম ও উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবু আনসারী ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।