জীবননগর শাপলাকলিপাড়ার সৈয়দ অবশেষে গ্রেফতার

 

 

জীবননগর ব্যুরো: জীবননগর শাপলাকলিপাড়ার চোরের থলেনদার ও চোরচক্রের হোতা সুদব্যবসায়ী সৈয়দ আলীকে (৪৮) অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এএসআই আশরাফুল ইসলাম তাকে গ্রেফতার করেন। দীর্ঘ দিন ধরে অভিযুক্ত সৈয়দ চোরের থলেনদার হিসেবে চি‎হ্নিত হলেও ক্ষমতাসীন দলের সুবিধাভোগী কয়েক নেতা তাকে আমার লোকহিসেবে প্রচার করায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছিলো বলে জনশ্রুতি রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর শাপলাকলিপাড়ার সৈয়দ আলীর মূল ব্যবসা চোরের থলেনদারী ও সুদে কারবার। দীর্ঘদিন ধরে সে এলাকায় চড়া সুদে টাকা ছেড়ে গরিব মানুষদেরকে সর্বস্বান্ত করে তুলেছিলো। সুদ ব্যবসার পাশাপাশি সেচোরের থলেনদার ও চোরচক্রের হোতা হিসেবে কাজ করতো বলে অভিযোগে পুলিশ একবার অভিযান চালিয়ে তার বাড়ি হতে চুরিকৃত সোনার অলঙ্কারও উদ্ধার করে। বিগত সংসদ নির্বাচনের পর স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনার নামে গলায় টাকার মালা পরিয়ে ও দাওয়াত করে বাড়িতে খাওয়ানোর পর সে লাইমলাইটে চলে আসে। ক্ষমতাসীন দলের কতিপয় সুবিধাভোগী নেতার আশীর্বাদপুষ্ট হয়ে সে বেপরোয়া হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতারের উদ্যোগ নিলেও ওই সুবিধাভোগীরা সৈয়দকে আমার লোক বলে তাকে বার বার বাঁচানোর প্রচেষ্টা করে এলেও অবশেষে গতকাল ব্যর্থ হন।