জীবননগর রাজাপুর ও গয়েশপুর বিজিবির অভিযান যৌন উত্তেজক ট্যাবলেট ফেনসিডিল ও মদ উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গয়েশপুর, নতুনপাড়া, রাজাপুর বিওপি ও জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট, ফেনসিডিল ও মদ উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বিশেষ এ অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানীকৃত পণ্য উদ্ধার করে। অভিযানকালে জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি এক মাদকব্যবসায়ীকে আটক ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

বিজিবি জানায়, গত শনিবার ভোর ৪টার দিকে উপজেলার নতুনপাড়া ক্যাম্পের বিজিবি হাবিলদার মহাসিন আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে সীমান্তের ৭৯ নম্বর মেন পিলারের কাছে ওত পেতে বসে ছিলেন। এ সময় ৭-৮ জন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা সাতটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত বস্তা উদ্ধার করে ৮০ লাখ ১শ টাকা মূল্যের ২৫ হাজার পাতা যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে।     নতুনপাড়া বিওপির হাবিলদার শাহ আলম বিশেষ টহল দল নিয়ে নতুনপাড়া আমবাগান নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ এবং ৬ হাজার ভারতীয় ট্যাবলেট আটক করে।

একই সময়ে রাজাপুর বিওপির কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় জওয়ান নিয়ে শিংনগর পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এছাড়াও একই দল ওই স্থানে গ্রামের মাঠে অভিযান চালিয়ে ১২১ বোতল মদ উদ্ধার করে। এছাড়াও জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি উপজেলার হাসাদাহ পনরসতিতে অভিযান চালিয়ে ৮ বোতল মদসহ খোকন (৩২) নামক একজনকে আটক করে। হাবিলদার মিজানুর রহমান মিজান সঙ্গীয় জওয়ান নিয়ে আভিযান চালিয়ে উপজেলার হাসপাতালপাড়ার আজির বক্সের ছেলে খোকননকে এ সময় আটক করেন। মদ আটককালে হাসপাতালপাড়ার সুরত আলীর ছেলে অপর মাদকব্যবসায়ী জাহিদুর রহমান (২৮) পালিয়ে যায় বলে বিজিবিসূত্রে জানা গেছে। আটকৃতের নিকট থেকে বিজিবি এ সময় মদবহনের কাজে ব্যবহৃত একটি ফ্রিডম মোটরসাইকেল উদ্ধার করে।