জীবননগর ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় টহল পুলিশের দারোগাসহ ৫ পুলিশ ক্লোজড

 

জীবননগর ব্যুরো: জীবননগর শহরের কালীগঞ্জ সড়কে বিজিবি চেকপোস্টের অদূরে অবস্থিত জীবননগর ফিলিং স্টেশনে গত বৃহস্পতিবার গভীররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় টহল পুলিশের এএসআই প্রসাদসহ ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার রাশেদুল হাসান গত শুক্রবার রাতে তাদেরকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করেন। একই সাথে তাদের বিরুদ্ধে তদন্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটের দিকে মুখোশ পরিহিত দেশীয় অস্ত্রশস্ত্র ও বোমা হাতে ১৫-২০ জনের একদল ডাকাত ফিলিং স্টেশনটিতে হানা দিয়ে টহল পুলিশের পিকআপ ড্রাইভার, ফিলিং স্টেশনের নৈশপ্রহরী, ফিলিংম্যান ও ম্যানেজারকে জিম্মি করে ২ লাখ ৪৯ হাজার ৪৫৬ টাকা লুট। ডাকাতিকালে টহল পুলিশের পিকআপটি ফিলিং স্টেশনের প্রবেশ মুখে দাঁড়িয়ে ছিলো। পুলিশের পিকআপের ড্রাইভার শাহিন এসময় ফিলিং স্টেশনে পেট্রোল নেয়ার চাহিদা ফর্ম নিতে এলে তিনিও ডাকাতের হাতে জিম্মি হন। ডাকাতিকালে এএসআই প্রসাদের নেতৃত্বে থাকা টহল পুলিশের পিকআপ ডাকাত প্রতিরোধে এগিয়ে না আসায় ডাকাতদল নির্বিঘ্নেতাদের ডাকাতি সম্পন্ন করে পালিয়ে যায়। এসময় পুলিশের উদ্দেশে তারা শক্তিশালী একটি বোমা ছুঁড়লে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। দায়িত্ব কর্তব্যে অবহেলার অভিযোগে এএসআই প্রসাদসহ ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করা হলো। ক্লোজড অপর ৪জন হচ্ছেন- পিকআপ ড্রাইভার শাহিন, কন্সস্টেবল রোকন, হাফিজ ও শাহাজদ্দিন।