জীবননগর থানার এসআই অচিন্ত’র বিরুদ্ধে টাকা নিয়ে গাঁজা ছেড়ে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: গাঁজাসহ একজনকে ধরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে জীবননগর থানার এসআই অচিন্ত কুমারের বিরুদ্ধে। করিমন ও গাঁজাসহ অভিযুক্তকে ধরার পর তিনি ছেড়ে দেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জীবননগর ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সূত্র জানায়, জীবননগর নতুনপাড়ার আমির করিমনযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। করিমনটি জীবননগর ব্র্যাক অফিসের কাছে পৌঁছুলে জীবননগর থানার এসআই অচিন্ত কুমার করিমনটি থামিয়ে তল্লাশি করেন। আমিরের কাছ থেকে এ সময় ৬ কেজি গাঁজা উদ্ধার করেন তিনি। তাৎক্ষণিকভাবে দেনদরবার শুরু হয়। পরে ৩৫ হাজার টাকার বিনিময়ে গাঁজা বহনকারী আমির, সাথে থাকা করিমন ও ৬ কেজি গাঁজা ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে এসআই অচিন্ত কুমারের সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। সূত্র আরো জানায়, এসআই অচিন্ত ইতঃপূর্বে আলমডাঙ্গায় থাকাকালীন এভাবে টাকা-পয়সার বিনিময়ে অনেক অপরাধীকে ছেড়ে দিয়ে আলোচিত হয়ে ওঠেন। যা পত্রপত্রিকায় প্রকাশও হয়। বর্তমান চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসান এসব ব্যাপারে আপসহীন বলে সব মহলেই আলোচনা হচ্ছে। তাই এসআই অচিন্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ভুক্তভোগী মহল মনে করে।