জীবননগর উথলীতে বালিখোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

বালি জব্দ ও দু খোলা মালিকের ১ লাখ টাকা জরিমানা

জীবননগর ব্যুরো: জীবননগর উথলীতে অবৈধভাবে ড্রেজিঙের মাধ্যমে বালি উত্তোলন করে বিক্রি করায় দুটি বালিখোলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সাজেদুর রহমান এ অভিযান চালিয়ে দু খোলা মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানাসহ বালি জব্দ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান গত সোমবার উথলীর মৃত সিরাজুল ইসলাম বিশ্বাসের ছেলে টোটন মাস্টারের বালিখোলাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে ড্রেজিঙের মাধ্যমে বালি উত্তোলন ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় টোটন মাস্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও উত্তোলনকৃত বালি জব্দ করা হয়। এছাড়াও একই আদালত গতকাল মঙ্গলবার উথলীর শাহাজান বিশ্বাসের ছেলে রাশেদুল ইসলামের বালিখোলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজিঙের মাধ্যমে বালি উত্তোলন ও বিক্রির প্রমাণ পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত উত্তোলনকৃত বালি জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন।