জীবননগরে স্কুলছাত্রীকে ভুল অপারেশন : ডা. গোলাম রহমান ও ক্লিনিক পরিচালক শিপলুকে আসামি করে মামলা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে এক স্কুলছাত্রীকে ভুল অপারেশন করার অভিযোগে ডা. গোলাম রহমান ও ক্লিনিক পরিচালক আনিছুর রহমান শিপলুকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করার জন্য জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। গত সোমবার জীবননগর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই জীবননগর হাসপাতাল রোডের সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে যশোর সিএমএইচ’র চিকিৎসক পরিচয়ে নেত্রকোনার মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. গোলাম রহমান নবম শ্রেণির স্কুলছাত্রী শাকিলা খাতুনকে ১৫ হাজার টাকার বিনিময়ে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। এর তিনদিন পরে ক্ষত স্থান ও পায়ুপথে অনর্গল পূঁজ এবং প্রচণ্ড ব্যথার কারণে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। এ সময় বলপূর্বক পরীক্ষা-নীরিক্ষার নামে আরো ১০ হাজার টাকা হাতিয়ে নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। অবস্থার উন্নতি না হলে শাকিলাকে গত ৬ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আলট্রাসনোগ্রাম পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারে শাকিলার ভুল অপারেশন করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার একটি নার্সিং হোমে পুনরায় অপারেশন করেন সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন। এ সময় পেটের ভেতর থেকে ১ ফুট পরিমাণ পূর্বের অপারেশনের গজ বের করা হয় এবং পায়ুপথে নাড়ি কাটা দেখতে পান। এরফলে শাকিলাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। শাকিলা বর্তমানে মদিনা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। মামলার বাদীপক্ষের আইনজীবী আসলাম উদ্দিন (২) জানান, মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন।