জীবননগরে রেলের আনসার কর্মীদের ওপর হামলার মামলায় ১৮ দলের ৭ নেতা-কর্মী গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ বিএনপি ও জামায়াতে ইসলামীর ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে এদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার মৃগমারি গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গণি (৫০) ও তার ছেলে রিপন হোসেন (২৭), শাখাওয়াত হোসেনের ছেলে জামায়াতে ইসলামী কর্মী তাজমুল জোয়ার্দ্দার (৩২), আব্দুল ওয়াহাবের ছেলে খাইরুল ইসলাম (৩৮), মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪২), খোরশেদ আলমের ছেলে মোলায়েম হোসেন (৪৫) ও মোস্তফা (৪০)। শুক্রবার বেলা ১১টার দিকে গ্রেফতারকৃতদেরকে চুয়াডাঙ্গা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার আনছারবাড়িয়া রেলস্টেশন এলাকায় রেলের আনসারকর্মীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় আনসার সদস্য মো. মনসুর আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার পোড়াদাহ জিআরপি থানায় অজ্ঞাতনামা ৩০ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এদেরকে গ্রেফতার করা হয়েছে।