জীবননগরে রমজান মাস জুড়ে পরিচালিত হবে খাদ্যে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট

 

জীবননগর ব্যুরো: হোটেল-রেস্তরায় পঁচা ও বাসি খাবারসহ ইফতার ও খাদ্য সমগ্রীতে ভেজাল দিয়ে বিক্রি বন্ধে রমজান মাস জুড়ে জীবননগর উপজেলায় ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গত সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি ও বাস স্ট্যান্ড চত্বরে পথসভায় উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ এ ঘোষণা দেন। এ ঘোষণার ফলে হোটেল-রেস্তোঁরায় পঁচা ও বাসি খাবারসহ ইফতারি সামগ্রীতে ভেজাল দিয়ে যারা বিক্রি করেন সেসব অসাধু ব্যবসায়ীরা বেকায়দায় পড়বেন।

গত বছর পবিত্র রমজান মাসে রোজাদাররা যাতে নির্ভেজাল খাবারসহ ইফতার সামগ্রী গ্রহণ করতে পারে তার জন্য মাসব্যাপী ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ এবারও একই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রবিত্র মাহে রমজানের প্রবিত্রা রক্ষার্থে সোমবার তিনি উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে একসভা আহ্বান করেন। সভা শেষে প্রবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে উপজেলা পরিষদের পক্ষ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম, সূধী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বাসস্ট্যান্ডের চৌরাস্তায় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে ইউএনও নূরুল হাফিজ মাসব্যাপী ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনার ঘোষণা দেন। কাজি বদরুদ্দোজার পরিচালনায় পথসভায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে প্রকাশ্যে ধূমপান ও হোটেল-রেস্তোঁরায় পানাহার বন্ধের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক ও উপজেলা মসজিদর পেশ ইমাম মাও. আব্দুল জলিল।