জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীর জেল-জরিমানা

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীর জেল-জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও পরিবেশনের দায়ে ৫ হোটেল ব্যবসায়ীকে ৭ হাজার ৫শ টাকা  ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নূরুল হাফিজ এ আদালত পরিচালনা করেন।

আদালতসূত্রে জানা যায়, শহরের বাসস্ট্যান্ডে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে বিসমিল্লাহ হোটেলের সত্বাধিকারী খোরশেদ আলম, ভাই-ভাই হোটেলের সত্বাধিকারী শাজাহান, মিজান হোটেলের সত্বাধিকারী মিজানুর রহমানকে ২ হাজার ৫শ টাকা করে জরিমানা এবং আল্লাহর দান হোটেলের সত্বাধিকারী হারুন ও জমিরের হোটেলের সত্বাধিকারী জমির হোসেনকে ১শ টাকা করে জরিমানা প্রদান করা হয়। অপরদিকে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সহল ফার্মেসির সত্বাধিকারী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আলম মেডিকেলের সত্বাধিকারী ওমেদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের আদেশ দেন। তাৎক্ষণিকভাবে সকলে জরিমানার ২৪ হাজার ৫শ টাকা পরিশোধ করে নিজেদেরকে দণ্ডাদেশ থেকে মুক্ত করেন।