জীবননগরে ব্যবসায়ীর নিকট চাঁদাদাবি ॥ খুনের হুমকি

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের দেহাটি পিয়াস গ্রুফ অ্যা- প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের নিকট ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার অজ্ঞাত চাঁদাবাজ নিজেকে চরমপন্থী দলের বিভাগীয় নেতা পরিচয় দিয়ে দফায় দফায় হুমকি প্রদান করে মোবাইলফোনে এ চাঁদা দাবি করেন। আগামী ৩ দিনের মধ্যে ধার্য্যকৃত চাঁদার টাকা দেয়া না হলে পাটির গেরিলারা বোমা হামলা চালিয়ে মাথার খুলি উড়িয়ে খতম করবে বলে মর্মে হুমকি প্রদান করা হয়েছে। অজ্ঞাত চাঁদাবাজের হুমকির মুখে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় করছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার নরগঠিত কেডিকে ইউনিয়নের দেহাটি পিয়াস ব্রিকস অ্যা- পিয়াস ফিলিং ষ্টেশন দীর্ঘদিন যাবত এলাকায় সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত সোম ও মঙ্গলবার অজ্ঞাত চাঁদাবাজ নিজেকে চরমপন্থী দলের বিভাগীয় নেতা পরিচয় দিয়ে ০১৯৯৬৫৬৭৫০৬ নম্বরে এসএম হাফিজ আল আসাদের নিকট ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। দফায় দফায় অজ্ঞাত চাঁদাবাজ এমন হুমকি ধামকি দেয়ায় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আতষ্কিত হয়ে পড়েছেন বলে ফার্মের মালিক আসাদুজ্জামান আকুলের অভিযোগ সূত্রে জানা গেছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।