জীবননগরে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সভায় জেলা প্রশাসক

 

আচারণ বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখন নির্বাচনী মাঠে। নির্বাচন আচারণবিধি লঙ্ঘনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। এ অবস্থায় গতকাল শুক্রবার জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি আচারণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় ওই প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এ নির্বাচন আচারণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। কোনো প্রার্থী ও তার কর্মীবাহিনী যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে তার বিরুদ্ধে পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান প্রমুখ। সভায় বাঁকা, হাসাদাহ ও রায়পুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসানের নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।