জীবননগরে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্র দেখিয়ে মাছ-মাংস ও সবজি নিয়ে চম্পট

জীবননগর ব্যুরো: ডিবি পুলিশ পরিচয়ে পিস্তল ও হ্যান্ডকাপ দেখিয়ে জীবননগর বাজার থেকে সবজি, মাছ ও মাংস ব্যাগে ভরে চম্পট দিয়েছে এক প্রতারক। খবর পেয়ে জীববনগর ইউএনও ঘটনাস্থলে গেলেও পাওয়া যায়নি ডিবি পুলিশ পরিচয়ের প্রতারকের কোনো খোঁজ। গতকাল রোববার দুপুরে জীবননগর বাজারে ডিবি পুলিশ পরিচয়ে এ প্রতারণার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপরে শাদা পোশাকধারী এক ব্যক্তি অস্ত্র দেখিয়ে জীবননগর বাজারের সবজি ধনী মিয়ার নিকট থেকে ৪০০ টাকার বিভিন্ন সবজি, বাবুর নিকট থেকে ৭৬০ টাকার ২ কেজি মাংস এবং শহিদুল ইসলামের নিকট থেকে ৪২০ টাকা মূল্যের ২ কেজি মাছ নেন। এসব ব্যবসায়ী মালামালের টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন ডিবি পুলিশ পরিচয়দানকারী সেই ব্যক্তি। কোমরে থাকা পিস্তল ও মানিব্যাগে থাকা পুলিশের পোশাক পরিহিত নিজের একটি ছবি দেখিয়ে হুমকি দিয়ে মাংস, মাছ ও সবজি ব্যাগে ভরে দেয়ার নির্দেশ দেন। তার এ ধরনের আচরণ দেখে ভীত-সন্ত্রস্ত হয়ে ব্যবসায়ীরা তার ব্যাগে মালামাল ভরে দেন। এ সময় ওই প্রতারক ক্যাম্পে গিয়ে টাকা পরিশোধ করার কথা বলে তার সাথে একজনকে পাঠাতে বলেন। সবজি ব্যবসায়ী ধনী মিয়ার ছেলেকে সাথে দিলে প্রতারক তাকে মোটরসাইকেলে নিয়ে হাসাদাহ অভিমুখে রওনা হন। পরে জীবননগর-কালীগঞ্জ সড়কে যাওয়ার পথে তেঁতুলিয়া বিজিবি ক্যাম্পের নিকট এসে প্রতারক কৌশলে ধনী মিয়ার ছেলেকে ভয়ভীতি দেখিয়ে নামিয়ে দিয়ে চম্পট দেন। খবর পেয়ে ইউএনও নুরুল হাফিজ ঘটনাস্থল ছুটে যান এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য থানা পুলিশকে নিদের্শ দেন। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।