জীবননগরে করিমন-পাউয়ার টিলার সংঘর্ষে মহিলা চাতালশ্রমিক নিহত : আহত ১

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জীবননগরে করিমন-পাউয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। গতকাল শুত্রুবার বিকেলে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জীবননগর উপজেলার বাকা পূর্বপাড়ার মৃত রায়হান চৌকিদারে স্ত্রী চাতাল শ্রমিক আরজু বানু (৫৫) এবং উথলী রেলস্টেশনপাড়ার তাফিল উদ্দীনের স্ত্রী চাতাল শ্রমিক তাহমিনা (৪৫) পেয়ারাতলার খাজা রাইসমিলে কাজ করেন।  নিহত আরজু বানুর বাড়ি বাকা পূর্বপাড়ায় হলেও তিনি উথলীতে মেয়ের বাড়িতে থাকতেন। কাজ শেষে করিমনযোগে মেয়ের বাড়ি উথলীতে ফেরার পথে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর আমতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিচুলি বোঝাই দ্রুতগামী পাউয়ার টিলারের সাথে করিমনটির সংঘর্ষ হয়। এতে করিমনে থাকা আরজু বানু ও উথলীর তহমিনা বেগম গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আরজু বানুকে মৃত ঘোষণা করেন। মাথায় গুরুতর আঘাত লাগার কারণে আরজু বানুর মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

ছবি সংযুক্ত: করিমন-পাওয়ার ট্রিলার মুখমুখি সংঘর্ষে নিহত আরজু বানু ।