জীবননগরের সীমান্ত ইউনিয়ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এমপি আলী আজগার টগর নৌকা প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা বিরোধীদের রুখে দিন

জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: জাতীয় দশম সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৫ দিন। নির্বাচনের দিন যতোই এগিয়ে আসছে ততোই বৃদ্ধি করা হচ্ছে প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন আ.লীগ তথা মহাজোট থেকে ফের মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিনই করছেন নির্বাচনী সভা-সমাবেশ ও গণংযোগ। এরই ধারাবাহিকতায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গহেশপুর, গোয়ালপাড়া, সদরপাড়া, নতুনপাড়া, মেদেনীপুর, হরিয়াননগর, দুর্গাপুর, বেনীপুর, ধান্যখোলা, জাদবপুর, গঙ্গাদাসপুর, হাবীবপুর, হরিপুর, সাখারিয়া গ্রামে নির্বাচনী গণসংযোগকালে এমপি আলী আজগার টগর বলেন, আগামী ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই হবে। এ নির্বাচন বাধা দিতে এলেই করা হবে প্রতিহত। যারা অহেতুক নির্বাচন বানচালের পাঁয়তারায় মেতেছে তাদের প্রতিহত করার জন্য আ.লীগ তথা মহাজোটের নেতাকর্মীরা প্রস্তুত। দেশের মানুষ এখন নির্বাচনমুখর। তাই দেশবাসীকে কোনো অজুহাতেই নির্বাচন থেকে সরিয়ে রাখা যাবে না। হরতাল অবরোধ যাই হোক না কেন সকলেই ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য যাবে। তাই আসুন আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ, জাতি তথা এ এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি সেই সাথে আ.লীগ তথা মহাজোট সরকার গঠনের মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধীদের রুখে দিই। গণসংযোগকালে এমপি টগরের সাথে ছিলেন- জীবননগর উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা গোলাম মর্তুজা, আ.লীগ নেতা আব্দুল মালেক মোল্লা, জাতীয় পার্টি নেতা হানেহার, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম শুকুর, শওকত আলী, জাকির হোসেন, রফিকুল ইসলাম পচা, আজাদুল ইসলাম গেদু, আজিজুল হক, ইস্রাফিল হোসেন পুকু, নজরুল ইসলাম, রবিউল হালসানা, বিল্লাল উদ্দিন, মোশাররফ উদ্দিন, মাহতাব মেম্বার, হারেজ উদ্দিন, বিশে বিশ্বাস, মিজানুর রহমান, আলী আহম্মেদ, যুবলীগ নেতা সেকেন্দার, ইব্রাহিম, শাহআলম, কাজল, আবু বক্কর, কুদ্দুস, মিল্টন, বাদল, বাবুল মল্লিক, ওহিদুল, আ. রহমান খান, আমিনুল হক, সিরাজুল ইসলাম, আলতাব হোসেন, গণি, তেতুল, মাহবুল, মমিন, মিঠু, কালাম, মহির, হামিদ, মাসুদ, হাই, যুবলীগ নেতা শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসাইন, মামুন শাহ, ফয়সাল, ইস্রাফিল, আসাদুল, ছাত্রলীগ রফিকুল ইসলাম ববি, লোমান, রবিউল, রণি, দিপু, ইমু, পিয়াস, সুমন প্রমুখ।

এদিকে দর্শনা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আজমপুরে নৌকা প্রতীকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কার্যালয় উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা আ. জব্বার, আলতাব হোসেন, আ.আলীম, আবুল কাশেম, আ. কুদ্দুস, এলাহী মাস্টার, আকবর আলী, আ. রশিদ, আ. হান্নান, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট প্রমুখ।