জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার এনজি সংস্থা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সংস্থার টাকা আত্মসাৎ মামলায় আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা দেন। গত বুধবার মামলার ধার্য দিনে আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেয়া হয় বলে আদালতসূত্রে জানা গেছে।

সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে নুরুল ইসলাম জনকল্যাণ সংস্থার (জকস) নির্বাহী পরিচালক। একই গ্রামের ইরাজ মণ্ডলের ছেলে রুহুল আমিন সংস্থার কোষাধ্যক্ষ পদে কর্মরত। তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ৬৮ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা আত্মসাতের অভিযোগ তুলে ২০১৪ সালের ২৫ মার্চ মামলা করেন সংস্থার অর্থ ব্যবস্থাপক একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এমদাদুল হক। গত বুধবার এ মামলা ধার্য দিন ছিলো। কিন্তু আসামিদ্বয় আদালতে হাজির ছিলেন না। তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। জামিন আবেদন করা হলেও চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শেখ আমিনুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। এ পরোয়ানা গতকাল সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। আগামী ১৯ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।