ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে গাজীপুর ডিবি পুলিশের বিরুদ্ধে আলমডাঙ্গায় মা’র সংবাদ সম্মেলন

আলমডাঙ্গা ব্যুরো: প্রবাসী আইটি বিশেষজ্ঞ পুত্রকে মিথ্যা ও ষড়যন্ত্র করে গ্রেফতার করে ইয়াবা দিয়ে জেলহাজতে প্রেরণের অভিযোগ তুলে গাজীপুর ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বেতারের সাবেক ঘোষিকা আলমডাঙ্গার পাইকপাড়ার গৃহবধূ সৈয়দা নাহিদ সুলতানা। গতকাল শনিবার দুপুরে সৈয়দ নাহিদ সুলতানার পক্ষে তার দেবর লিয়াকত আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে বলেন, তাদের সন্তান নাদিম উল্লাহ আইটি প্রকৌশলী। নাদিম উল্লাহ অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিক। পিতার অসুস্থতার সংবাদ পেয়ে নাদিম উল্লাহ গত বছর দেশে আসেন। চিকিৎসার এক পর্যায়ে সম্প্রতি তার পিতার মৃত্যু হয়। এরই এক পর্যায়ে গত ২৫ অক্টোবর নাদিম উল্লাহ বাড়ি থেকে বের হয়ে আলমডাঙ্গা শহরে যাওয়ার সময় কালিদাসপুর শাদা ব্রিজের ওপর পৌঁছুলে পূর্ব থেকে ওত পেতে থাকা ২ মাইক্রোবাস নিয়ে অবস্থানরত ডিবি পুলিশের একটি দল তাকে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সংবাদ বাড়িতে পৌঁছুলে তার মা উৎকণ্ঠিত হয়ে পড়েন। প্রায় ২ ঘন্টা পর নাদিম উল্লাহর মোবাইলফোন থেকে তার মায়ের নিকট ফোন করে নিজেকে গাজীপুর ডিবি পুলিশের এসআই খোরশেদ আলী পরিচয় দিয়ে ২ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা না দেয়ায় তাকে পরবর্তীতে ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এমনকি আলমডাঙ্গা থেকে ধরে নিয়ে গেলেও তাকে কালিয়াকৈর থেকে গ্রেফতারের মিথ্যা নাটক সাজানো হয়েছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে ছেলের অব্যাহতির জন্য তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।