ছিনিয়ে নেয়া মোবাইলফোনে গান তুলতে গিয়ে ধরা পড়েছে তিনজন

স্টাফ রিপোর্টার: ছিনিয়ে নেয়া মোবাইলফোনে গান লোড করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে তিন যুবক। গতকাল সোমবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সাতগাড়ি মোড়ের দোকানির বুদ্ধিমত্তায় ধরা পড়ে দুজন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় আরো একজনকে। তিনজনকেই পুলিশে দেয়া হয়। এরা হলো চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত মীর মতিয়ার রহমানের ছেলে খাইরুল, সাতগাড়ির আলাউদ্দীন বিশ্বাসের ছেলে কালু ওরফে উজ্জ্বল ও সিদ্দিক মোল্লার ছেলে সানোয়ার মোল্লা। কালু ও সানোয়ার মোবাইলফোনে গান লোড করতে গেলে ধরা পড়ে। এদের দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় খাইরুলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুল গত বুধবার রাতে বৃষ্টির সময় মোবাইলফোন ছিনিয়ে নেয়ার সাথে সংশ্লিষ্টতার তথ্য দিয়েছে।
জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে বৃষ্টির সময় একদল ছিনতাইকারী জেলা সদরের গোপালনগরের নিজামের নিকট থেকে মোবাইলফোন ছিনিয়ে নেয়। গতকাল সন্ধ্যায় ওই মোবাইলফোনে গান তুলতে সাতগাড়ি মোড়ের দোকানে যায় সাতগাড়িরই দুজন। দোকানি মোবাইলফোনটি দেখে কৌশলে মোবাইলফোন মালিকসহ পুলিশে খবর দেয়।