ছিনতাই মামলায় কেদারগঞ্জ ও উজিরপুরের চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেদারগঞ্জের মোজাইফার ও ইকবালসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলেছে, গত ১৫ আগস্ট বিকেলে উজিরপুর থেকে চুয়াডাঙ্গার কোর্টপাড়ার পাইওনিয়ার মেডিকেল হলের উদ্দেশে রওনা হয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে খোকন। আদর্শ বিদ্যালয়ের নিকট থেকে ছিনিয়ে নেয়া হয় তার মোটরসাইকেল। খোকন বাদী হয়ে মামলা করেন। দামুড়হুদা উজিরপুরের আমজাদের ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে কেদারগঞ্জের আবুল বাশারের ছেলে ইকবাল, বাবুলের ছেলে মোজাইফার ও উজিরপুরের তোফাজ্জেল হোসেনের ছেলে আমিরকে গ্রেফতার করা হয়। এদের সহযোগী কেদারগঞ্জ এলাকার নাজমুল ও বজরুকগড়গড়ির রাজাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

দিবালোকে মোটরসাইকেল সত্যি সত্যিই ছিনতাই? নাকি পূর্ব বিরোধের জের ধরে মামলা তা নিয়ে স্থানীয়দের অনেকেই অবশ্য সন্দেহ প্রকাশ করেছে। মামলার বাদী অবশ্য বলেছে, ঘটনার আগের দিন টাকা দাবি করে। টাকা না দেয়ায় ওরা মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।