ছাত্র খুন : যশোর বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের কোন্দলের জেরেযশোর বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় চার ছাত্রকে স্থায়ীবহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান নিবন্ধক আহসান হাবিব।এদিকেএ ঘটনায় মঙ্গলবার যশোর কোতোয়ালি থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন রিয়াদের মামা রফিকুল ইসলাম।কোতোয়ালিথানার উপপরিদর্শক জহুরুল হক জানান, মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগেরসভাপতি সুব্রত ও সাধারণ সম্পাদক শামীমসহ ১১ জনকে আসামি করা হয়েছে।বহিষ্কৃতশিক্ষার্থীরা হলো-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, সাধারণ সম্পাদক এসএম শামীম হাসান, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষেরছাত্র ফয়সাল তানভীর ও শারীরিক শিক্ষা বিভাগের আজিজুল ইসলাম।এদের মধ্যে সুব্রত ও শামীমকে সাময়িক বহিষ্কারের কথা সোমবার জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার।বিশ্ববিদ্যালয়েরপ্রধান ফটকের সামনে সোমবার দুপুরের ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং মঙ্গলবার সকাল ১০টার মধ্যেশিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।গতপরশু দিবালোকে নাইমুল ইসলাম রিয়াদকে কুপিয়ে খুন করা হয়।