চুয়াডাঙ্গা সড়কের ওপর মোটরসাইকেল রেখে বিশৃঙ্খলার কারণে পথচারীসহ ১০ জনকে ধোলাই

বদরগঞ্জ ব্যুরো: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ওপর মোটরসাইকেল ও অবৈধ আলমসাধু রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে ডিঙ্গেদহ, সরোজগঞ্জ ও বদরগঞ্জ এলাকায় সেনাবাহিনীর সদস্যরা চালকসহ প্রায় ১০ জনকে ধোলাই দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ১২টার দিকে।

জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সারাদেশের মতো চুয়াডাঙ্গায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে। রাস্তার ওপর মোটরসাইকেল, ইজিবাইক, ট্রাক, বেবিট্যাক্সি ও অবৈধ নসিমন-আলমসাধু রাখাসহ চলাচলের ওপর আরোপ করা হয়। আইনশৃঙ্খলা পর্যবেক্ষক করার জন্য সেনাবাহিনীর সদস্যরা গতকাল শনিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের চলাচলের সময় দেখতে পান ডিঙ্গেদহ, সরোজগঞ্জ ও বদরগঞ্জ (হাট) বাজারের সড়কের ওপর মোটরসাইকেল, অবৈধ নসিমন ও আলমসাধু রেখে চালকসহ পথচারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা চালকসহ প্রায় ১০ জনকে ধোলাই দেন।