চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন : উপচে পড়া ভিড়

 

স্টাফ রিপোর্টার: কিশোর-কিশোরীদের কলকাকলি, অভিভাবক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঠেলে গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের জাঁকজমকপূর্ণ উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের প্রশিক্ষণ, দক্ষতা ও নিরাপত্তার আধার হিসেবে গড়ে তোলা এ প্রতিষ্ঠানটি চুয়াডাঙ্গাবাসীর নিকট আশীর্বাদ। নদীমাতৃক বাংলাদেশ হলেও শহর অঞ্চলের ছেলে-মেয়েরা সাঁতার শেখা থেকে বঞ্চিত হয়। ফলে ভালো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হলেও জীবন চলার পথে কোথাও যেন অজ্ঞতা থেকে যায়। যা জানার অভাবে জীবন হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীন। চুয়াডাঙ্গাবাসীর সেই আশঙ্কার অবসান ঘটবে এ শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার শেখার মাধ্যমে। উদ্বোধনী বক্তব্য শেষে জেলা প্রশাসক ও আমন্ত্রিতগণ ফিতা কেটে এবং বাঁশি বাজিয়ে সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মজিবুল হক মালিক, জেলা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক আবু জাফর ইকবাল, চুয়াডাঙ্গা বিএডিসির উপ-পরিচালক (বীজ উৎপাদন) আমিন উল্লাহ, বাড়াদী হিমাগারের উপ-পরিচালক মিনাজ উদ্দীন আহম্মেদ চৌধুরী, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের রেজাউল হক জোয়ার্দ্দার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা ক্রীড়া সংস্থা ও মোহামেডান ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান।

প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবকদের সংক্ষিপ্ত আকারে সাঁতার প্রশিক্ষণ দেয়া হয়।

 

প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও রেফারেল সেবা বিষয়ক কর্মশালায় উপকর বিতর

ভালাইপুর প্রতিনিধি: প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সহযোগী সংগঠনের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন ও রেফারেল সেবা বিষয়ক কর্মশালায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে চিৎলা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সিডিডি, ইউরোপিয়ান ইউনিয়ন ও লাইট ফর দ্য ওয়ার্ল্ড, নেদারল্যান্ডসের সহযোগিতায় স্ক্যান্ড প্রকল্পের আওতায় কর্মশালায় প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন সভাপতিত্ব করেন। অতিথি ছিলেন খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিও থেরাপিস্ট ডা. সেলিম রেজা, অডিও মেট্রিশিয়ান রাজিবুল ইসলাম, চিৎলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইনতাদুল হক, ইউপি সচীব চির কুমার কনক ও চিৎলা রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা।