চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষককে লাঞ্ছিত করে প্রাক নির্বাচনী পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষার্থীর প্রবেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী ক্লাস না করায় তাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেয়া হচ্ছে না। এতে এক শিক্ষার্র্থী গতকাল রোববার পরীক্ষা শুরুর সময় একজন শিক্ষককে লাঞ্ছিত করেছে। ইতিহাস বিভাগের শিক্ষক মনিরুজ্জামানের নিকট থেকে খাতা কেড়ে নিয়ে পরীক্ষা হলে প্রবেশের ঘটনার নিন্দাও জানিয়েছেন শিক্ষক ম-লী।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, কলেজের কিছু ছাত্র রয়েছে যারা ক্লাস করে না। বোর্ড থেকে এবার নির্দেশনা দেয়া হয়েছে যারা ক্লাস করে না তাদরে এইচএসসি প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার বিষয়ে কড়া পদক্ষেপ নিতে। এরই অংশ হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান কলেজের সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে কলেজে বোর্ডের নিয়ম জারির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি পরবর্তী ১৫ দিনের ক্লাসে যারা উপস্থিত হবে তাদের পরীক্ষায় অংশ দেয়ার সুযোগ সৃষ্টি করা হবে বলেও জানিয়ে দেয়া হয়। অথচ গতকাল পরীক্ষা শুরুতেই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা। তানভীর আহমেদ সোহেল নামের এক ছাত্র ইতিহাস বিভাগের শিক্ষক মনিরুজ্জামানের নিকট থেকে প্রশ্ন ও খাতা ধাক্কাধাক্কি করে নিয়ে পরীক্ষা হলে যাওয়ার ঘটনা জানাজানি হলে শিক্ষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।