চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দেশের মডেল হাসপাতালে উন্নীত করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি মডেল হাসপাতালে রূপান্তরের নানামুখি উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথির বক্তব্যে উন্নয়নে সকলকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, অল্প কয়েকজনকে নিয়ে স্বল্প পরিসরে নয়, সকলকে সাথে নিয়ে সম্পূর্ণভাবেই হাসপাতালের চিত্র বদলে দিয়ে দেশের মডেল হাসপাতালে রূপান্তর করার লক্ষে কাজ করতে হবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্বিক উন্নয়নে কমিউনিটি সার্পোট কমিটির সভায় এ আহ্বান জানানো হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. রওশন আরার আহ্বানে গতকাল মঙ্গলবার সদর হাসপাতাল মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বিএমএ চুয়াডাঙ্গা সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. পরিতোষ কুমার ঘোষ, সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউ রহমান নয়ন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, চক্ষু বিশেষজ্ঞ শফি উজ্জামান সুমন, সদর হাসপাতালের আরএমও রাজিবুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি আজিজুল হক, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, রংধনু পরিচালক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত হন। বক্তব্য রাখেন ডা. জিন্নাতুল আরাসহ অনেকে। সকলের বক্তব্যেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিবেশ বদলে সার্বিক উন্নয়নে হুইপের বিশেষ উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করেন। সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নানামুখি উদ্যোগের বিষয়টি যেমন বক্তাদের বক্তব্যে উঠে আসে, তেমনই বর্তমান মেয়র জিপু চৌধুরীর বিশেষ উদ্যোগে হাসপাতালের তিনতলার প্রসূতি ও শিশু ওয়ার্ড পরিষ্কারের প্রসঙ্গটাও গুরুত্ব পায়।
প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকদের আন্তরিক করার জন্য এবং নিয়মের প্রতি সকলকে আন্তরিক করার জন্য সিভিল সার্জন ডা. রওশন আরার কর্মতৎপরতার বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন। উপকমিটি করে জেলার সুধীবৃন্দের সম্পৃক্ত করার লক্ষ্যে সকলকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেন তিনি।