চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমওকে ছুরিকাঘাতে হত্যা অপচেষ্টা মামলা : আকবর গ্রেফতার : কামরুলকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানাকে ছুরিকাঘাতে হত্যা অপচেষ্টার অভিযোগ তুলে দায়ের করা মামলায় মুক্তিপাড়ার আকবরকে গ্রেফতার করেছে পুলিশ। সে শাহাদত হোসেনের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মাসুদ রানা গতপরশু বৃহস্পতিবার জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন। বিকেল ৪টার দিকে দু যুবক আরএমওর নিকট বুধবার রাতে জরুরি বিভাগে দায়িত্ব পালন করা ডা. সাঈদুর রহমান শামীমের অবস্থান সম্পর্কে জানতে চায়। ডা. মাসুদ রানা রাতে দায়িত্ব পালন করায় দিনে ছুটিতে বলে জানানো হলে দু যুবক পাল্টা প্রশ্ন তুলে বলে, তিনি কি বাড়ি ঘুমাচ্ছেন? ডা. মাসুদ রানা বলেন, তিনি কী করছেন তা কী করে বলবো? এতেই ক্ষুব্ধ হয়ে দু যুবক নিজেদের কাছে থাকা ছুরি বের করে মারতে যায়। স্থানীয়রা প্রতিরোধ করে। এসব বর্ণনা দিয়ে ডা. মাসুদ রানা ঘটনার দিনেই চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় আসামি চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার শাহাদত হোসেনের ছেলে আকবর। তাকে গতকাল গ্রেফতার করা হলেও ধরা পড়েনি ঈদগাঁপাড়ার কামরুল। সে খবির উদ্দীনের ছেলে। আকবরকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে।