চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলেন দুদক কমিশনার আমিনুল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তিনি সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। দুদক কমিশনার প্রথমে হাসপাতালের এক্স-রে বিভাগে ঢোকেন। সেখানে তার চোখে অনিয়ম ধরা পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এক্স-রে বিভাগে ডিজিটাল এক্স-রে বন্ধ, ফিল্ম নেই ইত্যাদির কৈফিয়ত চান তিনি। পরে দোতলার ডেন্টাল বিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর জরুরি বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার না দেখে তিনি সংশ্লিষ্ট দফতরে আবেদনের পরামর্শ দেন। তিনি মন্তব্য করতে গিয়ে জানান, তার চোখে হাসপাতালের বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এ জন্য পরবর্তীতে তদন্তের জন্য লোক পাঠানো হবে বলে জানান। তবে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবিরকে ধন্যবাদ জানান দুদক কমিশনার। প্রায় আধাঘণ্টাব্যাপী হাসপাতালের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্খিত ছিলেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হাসান, দুদকের কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক আবদুল গাফফার, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. দিলিপ কুমার রায়, আরএমও ডা. শামীম কবির প্রমুখ। হাসপাতাল ত্যাগ করার আগে দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।