চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে২০ প্রার্থীর মনোনয়পত্র দাখিল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল রোববার ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেন। এনিয়ে তিনটি পদে ২০ জনের মনোনয়নপত্র দাখিল হয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে এবারও থাকছেন বর্তমান চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। বিএনপি একক প্রার্থী নিশ্চিত করতে পারেনি। বিএনপির একাধিক গ্রুপের মধ্যেও একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা মহিলাদলের সভানেত্রী রউফুন নাহার রীনা জেলা বিএনপির একাংশের সমর্থন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন। তিনি পাননি। তার পরিবর্ত একই অংশের সমর্থন পেয়েছেন অ্যাড. এমএম শাহাজাহান মুকুল। এ দুজনসহ বিএনপির ১০জন চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে হাস্যকর হয়ে দাঁড়িয়েছেন। সমর্থকদের মধ্যে বেড়েছে ক্ষোভ। অবশ্য দলীয় দায়িত্বশীলদের তরফে বলা হয়েছে, এখনও সময় আছে। সমঝোতার মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করার সকল প্রকারের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।  প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আসাদুল হক বিশ্বাস, মামুন অর রশীদ আঙ্গুর (স্বতন্ত্র), বিএনপি সমর্থিত অ্যাড. এমএম শাহাজাহান মুকুল, অ্যাড. আব্দুল ওহাব মল্লিক, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, রউফুন নাহার রীনা, রেজাউল করিম মুকুট, আবু বকর সিদ্দিক বকুল, মাহমুদুল হক পল্টু, শরিফ-উর-জামান সিজার, এম জেনারেল ইসলাম ও মজিবুল হক মালিক মজু।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত আজিজুল হক হযরত, বিএনপি সমর্থিত সাইফুর রশিদ ঝন্টু, আবু বকর সিদ্দিক আবু ও মফিজুর রহমান মনা এবং জামায়াত সমর্থিত আব্দুর রউফ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত কহিনুর বেগম, বিএনপি সমর্থিত মমতাজ বেগম সন্ধ্যা ও জাহানারা পারভীন (স্বতন্ত্র)।

সদর উপজেলা নির্বাচনে আগামী ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১২ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, ১৩ মার্চ প্রতীক বরাদ্দ ও ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৮৮৯ জন। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৫৩৩ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৩৫৩ জন নারী ভোটার রয়েছে। সদর উপজেলায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি ১ হাজার ৮২০ জন। ভোটকেন্দ্র রয়েছে ৮৫টি।