চুয়াডাঙ্গা বিএডিসি খামার থেকে সাজ সন্ধ্যায় বস্তা চুরি : গ্রেফতার ২

লেবার সর্দ্দার লোকমানের বিরুদ্ধে বস্তা চুরি মামলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিএডিসি খামারের লেবার সর্দ্দার লোকমানের বিরুদ্ধে বস্তা চুরির মামলা হয়েছে। বিএডিসির ২ নম্বর গোডাউন থেকে ১শ ৬১ পিস বস্তা নিয়ে বিক্রির জন্য বড়বাজারের উদ্দেশে রওনা হওয়া ভ্যানচালক মিরাজুল ইলাম মিরাজ ধরাপড়ার পর প্রকাশ পায় লেবার সর্দ্দার লোকমানের নাম। পুলিশ কোলনিপাড়ার ই¯্রাফিলকেও গ্রেফতার করেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরবর্তী বিএডিসি খামারের গোডাউন থেকে বস্তা নিয়ে ভ্যানযোগে বাজারের দিকে নেয়া হচ্ছে দেখে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন। স্টেশনের অদূরবতী স্থান থেকে আটকেরপর ভ্যানচালক জানায়, তার ভ্যানে বস্তাগুলো তুলে দিয়েছেন কোলনিপাড়ার মৃত নকিবত শেখের ছেলে ই¯্রাফিল। পুলিশ এ তথ্য পেয়ে ই¯্রাফিলকে (৬০) গ্রেফতার করে। খবর দেয়া হয় বিএডিসি খামারের সহকারী পরিচালক নাজমুল হাসানকে। তিনি বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতরকৃত ভ্যানচাল মিরাজ, ই¯্রাফিলসহ লেবার সর্দ্দার লোকমানকে আসামি করা হয়েছে। পুলিশ বলেছে, ভ্যানচালকের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় ই¯্রাফিলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ই¯্রাফিল লেবার সর্দ্দার লোকমানের নাম বলে।