চুয়াডাঙ্গা বদরগঞ্জ দশমীর অপহৃত সোহেল রানার হদিস মেলেনি

 

 

রিমান্ডে তোতা মিয়া দিয়েছে নতুন তথ্য?

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বদরগঞ্জ দশমীর সোহেল রানা অপহরণ মামলার প্রধান আসামি তোতা মিয়া রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে তেমন তথ্য দেয়নি। ফলে পুলিশ এখনও নিশ্চিত নয়, অপহৃত রানার ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে। তাকে অপহরণের পর খুন করে গুম করা হয়েছে নাকি অজ্ঞাতস্থানে আটকে রাখা হয়েছে। অবশ্য রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে তোতা বলেছে, সোহেল রানাকে অপহরণ নয়, সে নতুন কোনো মেয়ে নিয়ে ভারতে পাড়ি জমিয়েছে বলে শুনেছি আমরা। পুলিশ এরও সত্যতা খোঁজার চেষ্টা করছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ দশমীর ইটভাটা মালিক আব্দুল বারীর ছেলে সোহেল রানা গত ৮ জানুয়ারিসন্ধ্যার পর ক্রিকেট খেলে বাড়ির উদ্দেশে রওনা হয়। বাড়ি ফেরেনি। তাকে অপহরণ করা হয়েছে মর্মে অভিযোগ তোলা হয়। থানায় মামলা দায়ের করা হয়। ইটভাটার এক সময়ের ম্যানেজার ডাকবাংলা বাজারপাড়ার বাহার আলীর ছেলে তোতা মিয়া আত্মগোপন করে। গত ২৬ মে রাতে বাহাদুরপুর এলাকার একটি ফিলিং স্টেশনের নিকট থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা পুলিশ। গত পরশু থেকে দু দিনের রিমান্ডে নেয়া হয়। দু দিনের রিমান্ডে তোতা মিয়া তেমন তথ্য দেয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই খালিদ বলেছেন, কিছু তথ্য পাওয়া গেছে। তোতার দেয়া তথ্যের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এখনও নিশ্চিত নয়, সোহেল রানার ভাগ্যে কি ঘটেছে। তবে তাকে উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।