চুয়াডাঙ্গা পৌরসভার দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ কাজ পরিদর্শন করলেন মেয়র টোটন জোয়ার্দ্দার

 

দ্বিতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌর এলাকায় রোড/ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজপাড়া ফিরোজ রোড হতে পলাশপাড়া মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণকরণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন, সেলিনা ইয়াছমিন শম্পা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ, ইউজিআইআইপি ১১ প্রকল্পের ফিল্ড সুপারভাইজিং ইঞ্জিনিয়র মো. আক্তার হোসেনসহ কাজের ঠিকাদারের প্রতিনিধি মিজান ও টাউন লেভেল কমিটি ও ওয়ার্ড লেভেল কমিটির সদস্যবৃন্দ।

এদিকে এ কাজের অগ্রগতি সরেজমিনে গতকাল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাইফুল আরিফ বিশ্বাস লিটু, জাহাঙ্গীর আলম মালিক খোকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এএইচএম সাহীদুর রশীদ, প্রকল্পের ফিল্ড সুপারভাইজিং ইঞ্জিনিয়র মো. আক্তার হোসেন প্রমুখ। এ সময় মেয়র টোটন কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রকৌশলীদের দিকনির্দেশনা দেন। প্রেসবিজ্ঞপ্তি।