চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে বিনা খরচে সেলাইপ্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে দ্বিতীয়নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিএইচপি-দ্বিতীয়) এর আওতায় পৌরসভা পর্যায়ে জেন্ডার অ্যাকশান প্লানের আওতায় নারীদের সেলাই প্রশিক্ষণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। জেন্ডার অ্যাকশান প্লানের সভাপতি কাউন্সিলর সুলতানা আরা রত্নার সভাপতিত্বে প্যানেল মেয়র-১ সাইফুল আরিফ বিশ্বাস লিটু ও প্যানেল মেয়র-৩ সেলিনা ইয়াছমিন শম্পা, কাউন্সিলর রমজান আলী চান্দু, কাউন্সিলর শহিদুল কদর জোয়ার্দ্দার, সচিব শরিফুল ইসলাম, প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস, সেলাই প্রশিক্ষক শাহানা আকতার লাভলী ও জেন্ডার অ্যাকশান প্লানের সদস্য সচিব কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার জানান, এ প্রকল্পের আওতায় বিনা খরচে নারীদেরকে সেলাই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৭ জন নারী প্রশিক্ষণার্থীকে সেলাই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রশিক্ষণে সেলাইমেশিন থেকে শুরু করে যাবতীয় দ্রব্যাদি পৌরসভা থেকে সরবরাহ করা হবে। এ সংখ্যা পর্যায়েক্রমে বৃদ্ধি করা হবে।