চুয়াডাঙ্গা পৌরসভার ইউজিআইআইপি-থ্রির কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ইউজিআইআইপি-থ্রি প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কেদারগঞ্জ নতুন বাজারসহ কয়েকটি স্থানে প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, পৌর কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, মহিলা কাউন্সিলর শাহিনা আকতার রুবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে পৌর এলাকায় উন্নয়ন করা হবে। রাস্তা-ঘাট সংস্কার, ড্রেন নির্মাণসহ উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে পৌরসভা। ক্রমেই তা বাস্তবায়িত হবে। তবে কাজের পূর্বে সীমানা নির্ধারণের বিষয়টির প্রতি নজর দেয়ার আহ্বান জানান তিনি।

পৌর মেয়র বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যা ওই প্রকল্পের মাধ্যমে অনেকটাই সমাধান করা হবে। তিনি পৌরবাসীর দুঃখ-সুখে সব সময়ই পাশে থাকবেন। পৌরসভার সকল উন্নয়নমূলক কাজে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের মুখোমুখি হয়ে ২৫ কোটি টাকার উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরার পর গত ২৫ জুলাই ওই প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়।