চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে বেগম রোকেয়া দিবসের ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত নারীর অধিকার রক্ষা করুন, আলোকিত সমাজ গড়ুন

স্টাফ রিপোর্টার: ‘নারীর অধিকার রক্ষা করুন, আলোকিত সমাজ গড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে জেন্ডার অ্যাকশন প্লানের আওতায় ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে চুয়াডাঙ্গা জেন্ডার কমিটির সভাপতি সুলতানা আরা রত্নার সভাপতিত্বে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা। বক্তারা বলেন, নারীরা আজ আর পিছিয়ে নেই। তারা শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে যেমন সরকার দায়িত্ব নিয়েছেন। তেমনি আমাদেরকেও তাদের স্কুলগামী করতে আগ্রহী করে তুলতে হবে। অনুষ্ঠানে পৌরসভা কর্মকর্তা কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।