চুয়াডাঙ্গা পৌরবাসীর পানি সঙ্কটের একদিন

বিটিসিএল-এর তার স্থাপন করতে গিয়ে পানির পাইপ  ফুটো
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরপানি সরবরাহভুক্ত এলাকায় গতকাল সারাদিন তিব্র্র পানি সঙ্কট ছিলো। গতপরশু রাতে বিটিসিএল’র ইন্টারনেট ব্রডব্যান্ড লাইনের ক্যাবল স্থাপনের সময় পৌরসভা মোড়ে পানির পাইপ ফুটো হওয়ায় গতকাল সকাল থেকে পানি সরবরাহ ব্যহত হয়। তবে রাত ১০টা নাগদ পরিস্থিতি স্বাভাবিক করার পরপরই পানি সরবরাহ করে পানির সঙ্কট নিরসনে পৌরসভা ভূমিকা রাখে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরে বিটিসিএল’র ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগের তার স্থাপনের কাজ চলছে। ভূগর্ভে তার স্থাপনের জন্য মেশিন দিয়ে সরু সুড়ঙ্গ করে তাতে তার দেয়ায় গতপরশু রাতে পৌরসভা মোড়ের কবরী রোড প্রান্তে পানির পাইপ ফুটো হয়ে যায়। গতকাল সকালে পৌর পানির পাম্প চালু করতেই ওই ফুটো দিয়ে পানি বের হয়ে ভেসে যেতে থাকে রাস্তা। গ্রাহকদের বাড়ি পর্যন্ত পানি না পৌঁছুনোর খবর পেয়ে পৌরসভার পানি ও পায়ঃনিষ্কাষণ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা পানির ওই পাইপের ফুটো বন্ধ করার কাজ শুরু করেন। সকাল ১১টা থেকে কাজ শুরু করে ফুটো বন্ধ করতে বেজে যায় রাত পৌনে ১০টা। এরপর ১০টা নাগদ পানি সরবরাহ করা হয়। পানি পেয়ে গ্রাহকদের মধ্যে স্বস্তি ফেরে।