চুয়াডাঙ্গা দামুড়হুদার গোবিন্দহুদায় পৃথক ঘটনায় আহত ৩ : একজনকে ঢাকায় রেফার্ড

দামুড়হুদা অফিস: দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এছাড়া একই গ্রামের মহাশিন ও তার স্ত্রী নিলুফাকে পৃথক ঘটনায় মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুলু মণ্ডলের ছেলে মহাশিন ও তার স্ত্রী নিলুফাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। স্বামী স্ত্রী অভিন্নভাষায় অভিযোগ করে বলেছে, একই গ্রামের জয়নালসহ তার লোকজন আমাদের মারধর করেছে।

স্থানীয় একাধীকসূত্র জানিয়েছে, দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মওলাবক্স গং ও নুরুল ইসলাম পেশকারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দু পক্ষ একাধিকবার মারামারিতে জড়িয়েছে। মামলাও চলছে।  গত বুধবার সকাল ৯টায় মওলা বক্সের ছেলে মাসুম বিল্লাহ মন্টু (৪৭) বাড়ির অদূরে আড়মারির মাঠে যাচ্ছিলো বলে তার পক্ষের লোকজন বলেছেন, কয়েকজন লোক মন্টুর পথরোধ করে। মাথায়, পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এ হামলার জন্য প্রতিপক্ষ নূরুল ইসলাম পক্ষকেই অভিযুক্ত করা হয়েছে।