চুয়াডাঙ্গা দর্শনা ও মেহেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মাথাভাঙ্গা ডেস্ক: সারাদেশে মতো গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, দর্শনা ও মেহেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। দর্শনায় পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় পৃথক দুটি স্থানে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা পৌর আ.লীগের আয়োজনে পৌর আ.লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানে প্রতিকৃতিতে অর্পণ করা হয় পুষ্পমাল্য। পরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে আলোচনা করেন উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, কাউন্সিলর জাহেরুল ইসলাম, মোশারফ হোসেন, আব্দুল রফিক কাবি, আব্দুল কুদ্দুস, আব্দুল হান্নান, বিল্লাল হোসেন, নজরুল মাস্টার, নিজাম উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, সোলায়মান, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ প্রমুখ।

এদিকে নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও দলীয় পতাকা উত্তোলন করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাবুল হক লন্টু। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা যুবলীগের বড়বাজারস্থ কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, সহসভাপতি আমিরুল ইসলাম ফকির, যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, সদর থানা যুবলীগের সম্পাদক আল-মামুন, সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, যুবলীগ নেতা আব্দুল মান্নান ভটু, দেবাশিষ বাগচী, আবু সুফিয়ান, সুমন, শ্রমিকলীগ নেতা নূরুল ইসলাম প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

দর্শনা অফিস আরও জানিয়েছে, এদিকে দর্শনা পৌর আ.লীগের একাংশ বিকেলে দর্শনা পুরাতন বাজার মোড়ে করেছে আলোচনাসভা। আ.লীগ নেতা আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য দেন, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌরমেয়র মতিয়ার রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা মোজাহারুল ইসলাম, ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আ. গফুর, তক্কেল আলী, মুন্সি সিরাজুল ইসলাম, সুধির কুমার শান্তারা, কাজল আহম্মেদ, ঠাণ্ডু, ওমর আলী, আতিয়ার রহমান হাবু, নাসির উদ্দিন মাস্টার, যুবলীগ নেতা একে আজাদ কিরণ, সাইফুল ইসলাম হুকুম, খালিদ হোসেন মিঠু, হেলাল, আশরাফুল, দাউদ, রাজু, লাল্টু, সুলতান, আমির, সেতু, খোকন, মনজুর, মামুন, টুটুল, লিটন, সুমন, ছাত্রলীগ নেতা মিল্লাত, রাসেল, সাগর, ইমন, আকাশ, সাজিদ, হিরোক, ফারুক, তানজিল, জিল্লুর প্রমুখ।