চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সাধুহাটিতে ডাকাতি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সাধুহাটিতে আবারও ডাকাতি হয়েছে। সড়কের গতিরোধকে গতপরশু রাত ২টার দিকে একদল ডাকাত দীর্ঘসময় ধরে ডাকাতি করে। ডাকাতির শিকার হয় পূর্বাশা পরিবহন ও চুয়াডাঙ্গা ডিলাক্সের দুটি কোচসহ বেশ কয়েকটি ট্রাক।

জানা গেছে, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানেও গড়ে তোলা হয়েছে অবৈধ গতিরোধক। ডাকাতদল এসব গতিরোধককে কাজে লাগানোর পাশাপাশি তারা সড়কের ধারের গাছ ও ফেলে রাখা গাছের গুঁড়ি কাজে লাগিয়ে রাতের আঁধারে ডাকাতি করছে। টহল পুলিশের রহস্যজনক ভূমিকার কারণে ডাকাতদল নির্বিঘ্নেই ডাকাতি করতে পারছে বলে ভুক্তভোগী অনেকেরই অভিযোগ।

গতপরশু শনিবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা নৈশকোচগুলো রাত আনুমানিক ২টা আড়াইটার দিকে ঝিনাইদহের সাধুহাটি অতিক্রম করে। ডাকাতদল সড়কে গাছ ফেলে বেরিকেড দিয়ে ডাকাতি শুরু করে। ডাকতদলের বেরিকেড ভাঙার চেষ্টা করতে গেলে পূর্বাশার লাইটসহ বেশ  কছু অংশ ভেঙে যায়। ডাকাতদল দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালালেও সড়কে টহল পুলিশের অনুপস্থিতি কোচযাত্রীসহ ডাকাতির শিকার ট্রাকচালকদের মনে সন্দেহ দানা বেঁধেছে।